WorkOnJob Student Reward Apps
চান্দিনা

চান্দিনায় ৭৫ পরিবার পেল ঈদের উপহার সামগ্রী

Student Job Reward Apps 2024

চান্দিনায় ৭৫ পরিবার পেল ঈদের উপহার সামগ্রী

।। মো. আবদুল বাতেন।।

কুমিল্লার চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের ৭৫টি পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার (১১ মে) বন্ধন ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ওই উপহার সামগ্রী বিতরণ করে। দুঃস্থ মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ওই উপহার সামগ্রী বিতরণ করেন। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, আটা, আলু, পেয়াজ, মুরগি, চিনি, দুধ, কিসমিস, বাদাম, সেমাই ও সাবান।

ফাউন্ডেশনের অগ্রজ সদস্য মোসাদ্দেক কামালের সঞ্চালনায় উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন্ধন ফাউন্ডেশনের সদস্য ও যুগোপযোগী শিক্ষা কাননের পরিচালক ইঞ্জিনিয়ার নাজমুল হুসাইন। এতে সভাপতিত্ব করেন- বন্ধন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ব্যাংকার মো. কবির হোসেন।

উল্লেখ্য, বন্ধন ফাউন্ডেশন ২০১১ সাল থেকে এলাকার হত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণসহ তাদের পুনর্বাসনের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষা বিস্তারকল্পে মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রকল্প এবং তাদের প্রতিভাকে আরো বিকশিত করার জন্য কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিয়ে থাকে।

সূত্র সিএইচ নিউজ

বেকার বসে না থেকে কাজ করুন, মাত্র ৫০ টাকা হলে মোবাইল রিচার্জ, ২০০ টাকা হলে বিকাশ পেমেন্ট।
Exit mobile version