চান্দিনা

চান্দিনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চান্দিনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে চান্দিনায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণ জয়ন্তীতে দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৬ মার্চ শুক্রবার সকাল ৮ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কীত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ, এমপি।

উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) বিভীষণ কান্তি দাশ সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. মহিউদ্দিন আহমেদ আলম, চান্দিনা পৌরসভার মেয়র মো.শওকত হোসেন ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মো জহিরুল ইসলাম মুন্সি, চান্দিনা থানা অফিসার ইনচার্জ (ওসি) শামস্উদ্দীন মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের কমান্ডার হাজী আব্দুল মালেক, চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম।

সহকারী প্রোগ্রামার মো. সালাউদ্দিনের এর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধা মো. খলিলুর রহমান বাংগালী, মুক্তিযুদ্ধা মো. আব্দুল মান্নান।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, সহকারি কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা. আফরিন আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুক ময়েদুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাজহারুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা মো. আবদুল আলীম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.আবু কাউছার, উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছিমা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.শাহ আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো.আনোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য মো. মোস্তফা আমীর ভুইয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোবারক হোসেন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নিজাম উদ্দিন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল ওয়াহাব, আমার বাড়ি আমার খামার প্রকল্পের শাখা ব্যবস্থাপক মো.আনোয়ারুল আজিম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আয়েশা বেগম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও বীর মুক্তিযোদ্ধাবৃদ্ধ।

এর আগে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, পায়রা উড়িয়ে অবমুক্ত করা ও জাতীয় পতাকা উওোলন করা হয়।

পরে বিজয়ী ছাএ- ছাএীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।

সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

Exit mobile version