অর্থনীতিখেলাধুলা

শেষ ৩ ম্যাচে ২টি জিতলেও বিশ্বকাপ সেমিফাইনাল খেলবে বাংলাদেশ

অল্পরানের পুঁজি গড়েও বিশ্বকাপের হট ফেভারিট ইংল্যান্ডকে ২০ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। লঙ্কানদের এ জয়ে লাভবান হয়েছে বাংলাদেশও। বেড়েছে সেমিতে খেলার সুযোগ। এমনকি বাকি ৩ ম্যাচের ২ টিতে জিতলেও বিশ্বকাপ সেমিফাইনাল খেলার সুযোগ থাকছে টাইগারদের!কেননা, ইংলিশদের শেষ তিনটি প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ড। যাদের বিপক্ষে গত ২৭ বছরে বিশ্বকাপে কোন জয় নেই ইংলিশদের।আর বাংলাদেশের শেষ তিন ম্যাচের প্রতিপক্ষ, আফগানিস্তান, ভারত ও পাকিস্তান। ইংলিশরা দুটি ম্যাচে হারলে আর বাংলাদেশ নিজেদের শেষ তিনটি ম্যাচে জিতলে শেষ চারে উঠতে পারবে টাইগাররা।এছাড়াও বাংলাদেশ যদি ভারতের সাথে হেরেও যায় এবং বাকি ২ ম্যাচে পাকিস্তান ও আফগানিস্তানকে হারাতে পারে তাতেও সেমিতে খেলার সুযোগ আছে টাইগারদের।সেক্ষেত্রে,ইংল্যান্ড যদি পরের তিন ম্যাচেই হেরে যায় এবং শ্রীলঙ্কা তিন ম্যাচের (শ্রীলংকার পরবর্তী তিন ম্যাচ খেলবে আফ্রিকা, উইন্ডিজ ও ভারতের সাথে)১ টির বেশি না জিততে পারে তবে ৮ পয়েন্ট করে হবে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের। অন্যদিকে মাশরাফিদের পয়েন্ট হবে ৯,। ১ পয়েন্ট বেশি নিয়ে তখনও সেমিতে খেলবে টাইগাররা।এছাড়া টুর্নামেন্টের অন্যান্য দলগুলোর মধ্যে সেমি প্রায় নিশ্চিত ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের৷ আর অন্যান্য দলগুলোর আশা আগেই শেষ হয়ে গেছে। তবে চেয়ে থাকতে হবে বাকিদলগুলোর দিকেও।

Close