WorkOnJob Student Reward Apps Best Student Reward Apps 2023
চান্দিনা

চান্দিনায় অটোরিক্সা চালকের ঘুষিতে অপর চালক নিহত

Student Job Reward Apps 2024 Student Job Reward Apps 2024

চান্দিনায় অটোরিক্সা চালকের ঘুষিতে অপর চালক নিহত

 

।। মাসুমুর রহমান মাসুদ।।

 

কুমিল্লার চান্দিনায় এক অটোরিক্সা চালকের ঘুষিতে ছফিউল্লাহ (৪৫) নামের অপর এক চালকের মৃত্যু হয়েছে।

 

রবিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের বদরপুর বাজারে ওই ঘটনা ঘটে।

 

নিহত অটোরিক্সা চালক ছফিউল্লাহ ছবু ওই ইউনিয়নের মেহার গ্রামের মৃত সুজাত আলীর ছেলে। হামলাকারী চালক অলিউল্লাহ একই বাড়ির মৃত সিরাজুল ইসলাম এর ছেলে। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

 

নিহতের স্ত্রী তাহমিনা আক্তার জানান, গত কয়েকদিন পূর্বে আমার স্বামী বাড়ির পাশের কাঁচা রাস্তায় অটোরিক্সা রাখায় আমার স্বামীর সাথে ঝগড়া হয় অটোচালক অলি উল্লাহ। ওই ঘটনার জের ধরে রবিবার সন্ধ্যায় আমার স্বামী বদরপুর বাজারে আসলে তাকে মারধর করে অলিউল্লাহ। আহতাবস্থায় তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

 

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফয়সাল মাহমুদ পিয়াস জানান, ছফিউল্লাহ নামের ওই রোগীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা থানাকে অবহিত করেছি।

 

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাবাবুদ্দীন খাঁন জানান, মোবাইল ফোনে বিষয়টি জানার সাথে সাথেই হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। হামলাকারী স্ব-পরিবারে আত্মগোপন করায় আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

বেকার বসে না থেকে কাজ করুন, মাত্র ৫০ টাকা হলে মোবাইল রিচার্জ, ২০০ টাকা হলে বিকাশ পেমেন্ট। Student Job Reward Apps 2024
Close
Close