বিনোদনশিক্ষাঙ্গন

চান্দিনার আবৃত্তিশিল্পীদের পরিবেশনায় ছিলো ” মুজিব মানেইতো সংগ্রাম” গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন আবৃত্তিশিল্পী সারওয়ার নাঈম।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ এর আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় দেশ ব্যাপী আবৃত্তি অনুষ্ঠান “দর্পিত শপথে শ্রদ্ধার্ঘ্য, পিতা”।

এই ধারাবাহিকতায় ৩১আগস্ট ২০২৩ বৃহস্পতিবার বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি, কুমিল্লায় আয়োজিত হয়।

এই আয়োজনে কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদ, চান্দিনার আবৃত্তিশিল্পীদের পরিবেশনায় ছিলো ” মুজিব মানেইতো সংগ্রাম” গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন আবৃত্তিশিল্পী সারওয়ার নাঈম।

আবৃত্তি শিল্পী বদরুল হুদা জেনু এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদের আহ্বায়ক, একুশে পদক প্রাপ্ত দেশ বরেন্য আবৃত্তি শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া, যুগ্ম আহ্বায়ক জয়ন্ত রায় জেলা কালচারাল অফিসার আয়াজ মাহমুদ, কণ্ঠসাধন এর সম্মানিত সভাপতি সহকারি অধ্যাপক এনায়েত উল্লাহ্ ভূইয়া সহ গন্যমান্য ব্যক্তিরা।
আযোজনে চাঁদপুর, নোয়াখালী, ফেনি, ব্রাহ্মনবাড়িয়া ও কুমিল্লার বিভিন্ন সংগঠনের শিল্পীরা একক ও বৃন্দ আবৃত্তি পরিবেশনা করেন।

Close