আন্তর্জাতিকজাতীয়

কুয়েতে আটক এমপি শহীদসহ চারজনের ৪ বছরের সাজা, এবং ১ মিলিয়ন দিনার জরিমানা

কুয়েতে আটক এমপি শহীদসহ চারজনের ৪ বছরের সাজা, এবং ১ মিলিয়ন দিনার জরিমানা…!

কুয়েতের একটি ফৌজদারি আদালত বাংলাদেশী সাংসদ কাজী ও মুহাম্মদ শহীদ এবং মেজর জেনারেল শেখ মাজন আল-জারাহসহ চারজনকে ৪ বছরের সাজা ও ১ মিলিয়ন কুয়েতি দিনার জরিমানার আদেশ দিয়েছেন ।

আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) দুপুরে এই রায় ঘোষণা করে দেশটির আদালাত ।

আল আনবা তাদের ব্রেকিং নিউজে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, সাজাপ্রাপ্ত অন্যদের মধ্যে রয়েছে হাসান আল-খাদার ও নওয়াফ আল-শালাহী।

আল রাই পত্রিকা জানিয়েছে যে, একই মামলায় ফৌজদারি আদালত কুয়েতি সাংসদ সাদৌন হামমাদ ও প্রাক্তন সাংসদ সালাহ খোরশীদকে বাংলাদেশি এমপির মামলায় খালাস দেওয়ার রায় দিয়েছে ।

সরকারী কাজ নিতে ঘুষ প্রদান মামলার রায়ে দন্ডিত হয়েছে বাংলাদেশী এমপি কাজী শহীদ,কুয়েতের শেখ মাজন আল জারাহ, সাবেক উচ্চ পদস্থ সরকারী অফিসার হাসান আল-খাদার ও নওয়াফ আল-শালাহী।

কাজী শহিদের বিরুদ্ধে মানব পাচার ও মানিলন্ডারিং মামলা দুটি বিচারধীন আছে ।

গত ৬ জুন মানব পাচার ও মানিলন্ডারিং এর অভিযোগে কুয়েতে মিশরিফ এলাকার নিজ বাসা থেকে আটক হন লক্ষ্মীপুর-২ আসনেরএমপি মোহাম্মদ শহিদ ইসলাম ।

কুয়েতে পুলিশের হাতে আটক হবার খবর বের হবার পর তার স্ত্রী সেলিনা ইসলাম, যিনি নিজেও একজন সংরক্ষিত নারী আসনের এমপি, তিনি এক বিবৃতিতে বলেছিলেন, কুয়েতের সরকারি দপ্তর ও সিআইডি তাকে আলোচনার জন্য ডেকে নিয়েছে।
অনুবাদ আরটিএম।

Exit mobile version