জাতীয়

ইয়াবা দিয়ে সাংবাদিককে ফাঁসানোর চেষ্টা

দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার শুভ্র দেবকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে ডিএমপির সবুজবাগ থানার কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ সদস্যদের মাধ্যমে হেনস্থা ও ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার বিষয়টি উল্লেখ করে মতিঝিল জোনের উপ পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।ঘটনার বর্ণনায় শুভ্র দেব বলেন, ‘উত্তর বাসাবোর বাসা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাজারে যাচ্ছিলাম। তখন উত্তর বাসাবো ১০ নম্বর সড়কে চারজন পুলিশ সদস্যকে এক যুবকের মোটরসাইকেলসহ অন্যান্য জিনিসপত্র চেক করতে দেখি। মানুষের ভিড় দেখে আমিও এগিয়ে যাই।’তিনি বলেন, ‘এরপর সবুজবাগ থানার এসআই সালাউদ্দিন ধমক দিয়ে বলে, ‘আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনার কী কাজ?’ এভাবে ধমক দিয়ে কথা বলায় আমি বলি, ‘ভাই, এভাবে কেন কথা বলছেন?’ এতে রেগে গিয়ে তিনি বলেন, ‘কীভাবে কথা বলছি মানে! এই আপনি এদিকে আসেন। রাস্তায় দাঁড়িয়ে আছেন। তাকিয়ে তাকিয়ে দেখবেন আর আপনাকে কিছু বলতে পারবো না? কিছু জিজ্ঞেস করতে পারবো না? আপনার বাসা কই?’ বাসার অবস্থান বলার পর তিনি বলেন, ‘এই রাস্তা দিয়ে কেন আসছেন?’ কী কারণে আসা যাবে না জানতে চাইলে তিনি বলেন, ‘জানেন না এই রাস্তা কী! আপনি তো পুলিশের কাজে বাধা দিচ্ছেন।’ কীভাবে বাধা দিচ্ছি বলায় তিনি আরও রেগে যান। তখন আমি ঘটনাস্থল থেকে চলে যাওয়ার চেষ্টা করি।’সেসময় এসআই সালাউদ্দিন ইয়াবা দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করেন বলে জানান সাংবাদিক শুভ্র দেব। তিনি বলেন, “আমি ‘ঠিক আছে’ বলে চলে আসতে চাইলে এসআই সালাউদ্দিন বলেন, ‘ঠিক আছে মানে কী? কোথায় যান? এই, ওর কাছে ইয়াবা আছে। ওকে চেক করো।’ তখন দুজন পুলিশ সদস্য এগিয়ে আসেন আমার দিকে। এসআই সালাউদ্দিন তাদের বলেন, ‘ওই যে আমাদের দেখে ইয়াবা নিচে ফেলে দিছে। লাল দুটি ইয়াবা ফেলছে।’ কিছু না পেয়ে একজন পুলিশ বলেন, ‘চলে যান আপনি, বিপদে পড়বেন।’ আমি তখন বাজারের দিকে চলে যাই। পেছন থেকে সালাহউদ্দিন বলেন, ‘চলে যাচ্ছেন কেন? ওকে চেক করো ইয়াবা পাবা।’ আরcf নানা কথা বলে তিন আমাকে অপমান করেন।”ইয়াবা দিয়ে ফাঁসানো ও হেনস্তার অভিযোগের বিষয়ে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার আনোয়ার হোসেন বলেন, ‘এমন কিছু ঘটে থাকলে সেটা অন্যায়। আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো। সবুজবাগ জোনের এডিসি বিষয়টি নিয়ে দেখবেন।’এসআই সালাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

Close