চান্দিনাশিক্ষাঙ্গন

সভাপতি প্রার্থী হাজী মোঃ হাসমত উল্যাহ সাহেবের প্যানেল এর নির্বাচনী ইশতেহার,

আসন্ন জোয়াগ আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে হাজী মোঃ হাসমত উল্যাহ সাহেবের  প্যানেল এর নির্বাচনী ইশতেহার,

 

➤[  ইশতেহার ]

শিক্ষার্থী/অভিভাবকঃ

——————————

★ সরকারী ফি ব্যতীত কোন ফি ধরা হবেনা,বেতন বৃদ্ধি করা হবেনা।

 

★ দেশের উন্নতমানের স্কুল  মান অনুযায়ী লেকচারশিট,প্রশ্নপএ,সিলেবাস,মাসিক মূল্যায়ন,ডায়েরী,C.W,H.W,C.T খাতা, রিপোর্ট কার্ড,করা হবে।

 

★ শিক্ষার্থীদের জন্য নতুন ভবনে ল্যাবরেটরী ও লাইব্রেরী চালু করা হবে।

 

★ শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে হোস্টেল চালু করা হবে।

 

★ ছাএ-ছাএীদের নিরাপত্তার স্বার্থে সম্পূর্ণ স্কুল সিসি ক্যামেরার আওতায় আনা হবে।

 

★ শিক্ষার্থীদের সকল অবস্থা অভিভাবকদের জানানোর জন্য Centrally SMS ব্যবস্থা চালু হবে।

 

★ একই পরিবারের ২ জন ছাত্র ও ছাত্রী থাকলে ১ জন কে সম্পূর্ণ ফ্রী পড়ানো হবে।

 

★ অনাথ,অসহায়,প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা সন্তানদের কে সম্পূর্ণ ফ্রী পড়ানো হবে।

 

স্কুল / School:

———————-

★ স্কুল এন্ড কলেজ খোলার ব্যবস্থা করা হবে,

 

★ ক ও খ শাখা খোলার ব্যাবস্থা করা হবে।

 

★ ভোকেশনাল কোর্স চালু করার ব্যবস্থা করা হবে।

 

★ প্রতিষ্ঠাতা ও দাতাদের নেমপ্লেট চেন্জ করে ডিজিটাল নেমপ্লেট করা হবে।

 

★ স্কুল ডকুমেন্টারী তৈরি করা হবে।

 

★ কেন্দ্রীয় শহীদ মিনার নির্মান করা হবে।

 

★ বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মানের ব্যবস্থা করা হবে।

★ পুরাতন ভবন সংস্কারের উদ্যোগ গ্রহন করা হবে।

 

★ অবশিষ্ট পুকুর ভরাটের ব্যবস্থা করা হবে।

 

শিক্ষক / Teacher

————————-

★ সকল পরীক্ষার প্রশ্নপএ ও সিলেবাস শিক্ষকগনের মাধ্যমে করানো হবে।

 

★ শিক্ষকদের উপস্থিতি নিশ্চিতের জন্য Finger Print ব্যবস্থা চালু করা হবে।

 

★ শিক্ষকদের সকল শূর্নপদ পূরনে যোগ্য ও অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক নিযোগের উদ্যোগ নেয়া হবে, এখন থেকে প্রতি মাসে শিক্ষকদের বেতনের ব্যবস্থা করা হবে।

 

★ শিক্ষক ও কর্মচারীদের কে বেসরকারি বেতনের অংশের সমপরিমাণ প্রতি বৎসরে ২ টি উৎসব বোনাস প্রদান করা হবে এবং হিন্দু শিক্ষক কর্মচারীদের কে ও উৎসব বোনাস প্রদান করা হবে।

Close