শিক্ষাঙ্গন

চান্দিনায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মাধাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

চান্দিনায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মাধাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

।।চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার চান্দিনায় এবছর ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা -২০২৩’ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে উপজেলার মাধাইয়া ইউনিয়নের মাধাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

চান্দিনা উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটি বিভিন্ন সূচক বিবেচনা করে উপজেলার ১শত ৩৬টি বিদ্যালয়ের মধ্যে এই বিদ্যালয়টিকে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করেন।

গত সোমবার (০৪ সেপ্টেম্বর) বাছাই কমিটির সভাপতি ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল ওই ঘোষণা দেন। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান ২০১০, ২০১২, ২০১৬ এবং ২০১৮ সালে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান জানান, এই সহ তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের স্বীকৃতি পেল প্রতিষ্ঠানটি। এর আগে ২০১৭, ২০১৮সালেও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছিল মাধাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

Close