চান্দিনাজাতীয়

মেয়র প্রার্থী শওকত হোসেন ভুঁইয়া’র নির্বাচনী ইশতেহার;

মেয়র প্রার্থী শওকত হোসেন ভুঁইয়া’র নির্বাচনী ইশতেহার; দুর্নীতি স্বজনপ্রীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে আপোষহীন ভাবে কাজ করবো

।। চান্দিনা প্রতিনিধি।।
কুমিল্লার চান্দিনায় পৌরসভা নির্বাচন কে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মো. শওকত হোসেন ভূইয়া নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় চান্দিনা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ওই ইশতেহার সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।

এসময় তিনি বলেন- দুর্নীতি স্বজনপ্রীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে পৌর পিতা নয় পৌরবাসীর সেবক হিসেবে আপোষহীন ভাবে কাজ করবো। নিরাপদ ও নিরবিচ্ছিন্ন পানি সরবারাহ নিশ্চিত করণ, পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে জলাবদ্ধতা স্থায়ী ভাবে নিরসন, পৌরবাসীর নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন, বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের জন্য আইটি প্রশিক্ষণ ব্যবস্থা, সড়কে যানযট নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ ২১ টি প্রতিশ্রুতি তার নির্বাচনী ইস্তেহারে ঘোষণা করেন তিনি।

এসময় আগামী ১৬ জানুয়ারি চান্দিনা পৌরসভার নির্বাচনে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান শওকত হোসেন ভূইয়া। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক শ্রীধর বণিক, সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ ভূইয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা জাকির হোসেন সরকার লিটন, পৌর আওয়ামীলীগ সভাপতি মো. আবদুল জলিল প্রমুখ।

Close