অপরাধ

সোনালী ব্যাংকের তিন কর্মকর্তার ৩১ বছর কারাদণ্ড

ফেনীর সোনাগাজী শাখার সোনালী ব্যাংকের ম্যানেজারসহ তিন কর্মকর্তাকে নোয়াখালী দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা টাকা আত্মসাত ও জালিয়াতির মামলায় ৩১ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে আসামিদের ৮৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) বিকেলে জেলা জজ আদালতের স্পেশাল জজ (জেলা জজ) এ এন এম মোর্শেদ আলম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সোনালী ব্যাংক সোনাগাজী শাখার তৎকালীন ম্যানেজার মো: রহিম উল্যাহ খন্দকার, শাখার দ্বিতীয় কর্মকর্তা মো: আবুল কালাম ও সহকারী অফিসার মো: মিজানুর রহমান।

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী দুদকের পিপি আবুল কাশেম জানান, সোনাগাজী শাখা সোনালী ব্যাংকের ম্যানেজার রহিম উল্যা, দ্বিতীয় কর্মকর্তা মো. আবুল কালাম, তৃতীয় কর্মকর্তা মিজানুর রহমান পরস্পর যোগসাজশে ২০১১ সালের ২ অক্টোবর থেকে ২০১২ সালের ১৩ আগস্ট পর্যন্ত কোম্পানীগঞ্জের মতির হাট সাব রেজিস্ট্রি অফিসের ১৬৬টি পে-অর্ডারের ১৯ লাখ ৩৬ হাজার ১৬৫ টাকা আত্মসাৎ করে শাস্তিযোগ্য অপরাধ করেছে। বাদী দুদকপক্ষ এ মামলা যথাযথভাবে প্রমাণ করায় এ তিন আসামিকে ৩১ বছর করে কারাদণ্ড ও ২৮ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন।

এনইউএস/এমজে/ctgnews

Close