অপরাধ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প; সেবা পেলেন ১শত ৭০ জন

নিউ চান্দিনা মেডিকেল সেন্টারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প; সেবা পেলেন ১শত ৭০ জন

।। মাসুমুর রহমান মাসুদ।।

কুমিল্লার চান্দিনায় মহান আন্তর্জাতিক মাতৃভূমি দিবস উপলক্ষে নিউ চান্দিনা মেডিকেল সেন্টার হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

রবিবার (২১ শে ফেব্রুয়ারী) সকালে ওই মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করেন চান্দিনা পৌরসভার মেয়র আলহাজ¦ মো. শওকত হোসেন ভূইয়া। সকাল ৯ টা থেকে শুরু হওয়া মেডিক্যাল ক্যাম্প চলে বিকাল ৪ টা পর্যন্ত। হাসপাতালের ৫ টি বুথে বিনামূল্যে ১শত ৭০ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন পাঁচজন চিকিৎসক।

তারা হলেন- ঢাকা কলেজ অব ফিজিওথেরাপির ও ব্রেইন স্ট্রোক বিশেষজ্ঞ ডা. সৈয়দ মহিউদ্দিন মামুন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো.আবুল কালাম আজাদ খাঁন, প্রসৃতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. আয়শা সিদ্দিকা, নাক কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা. মো.মামুনুর রশিদ, মা ও শিশু রোগের ডা. আ.ন.ম আব্দুল্লাহ নোমান।

ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নিউ চান্দিনা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান মাছুম, আবাসিক পরিচালক মো. গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ উপ-দপ্তর সম্পাদক মো. জাকির হোসেন সরকার লিটন, পৌর কাউন্সিলর মো. আবদুস ছালাম, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কমল বক্সী, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. আবদুল হক, পৌর আওয়ামীলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মো. মাসুমুর রহমান, মো. আওলাদ হোসেন মেম্বার প্রমুখ।

সূত্র,,, সিএইচ নিউজ

Exit mobile version