নারী ও শিশু

আজ আন্তর্জাতিক নারী দিবস।

আজ আন্তর্জাতিক নারী দিবস।

“করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব “। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চান্দিনা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৮ মার্চ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কুমিল্লার চান্দিনায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদান বিতরণ,অতিথিদের মাঝে সম্মাননা স্মারক বিতরণ ও মাক্স বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) বিভীষণ কান্তি দাশ সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সী।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা এর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জিয়ানো মহিলা কল্যান সমিতির সভানেত্রী ও দোল্লাই নবাবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌশন আরা আক্তার, তথ্য সেবা কর্মকর্তা সেলিনা আক্তার (সুমি)।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রামার মো.সাল্লাউদ্দীন, দৈনিক ভোরের কাগজ, দৈনিক রূপসী বাংলা সাংবাদিক রিপন আহমেদ ভূঁইয়া, পৌর সভার মহিলা কাউন্সিলর, চান্দিনা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার, সাংবাদিকগন উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী উপজেলার বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করেন।

Exit mobile version