চান্দিনাজাতীয়রাজনীতি

মেয়র মফিজুল ইসলাম নৌকার মাঝি কে নিয়ে অবান্তর অবাস্তব অনৈতিক সমালোচনা করছে, নৌকা কে বিজয়ী করে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে,

আগামী ১৬ জানুয়ারী কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচন। কথার লড়াইয়ের জমে উঠেছে এ নির্বাচন । এবার আ’লীগের মনোনয়ন পাননি বর্তমান পৌর মেয়র মেয়র মো. মফিজুল ইসলাম। মনোনয়ন দেয়া হয়েছে উপজেলা আওয়ামীলীগ নেতা মো. শওকত হোসেন ভূইয়াকে। মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বর্তমান পৌর মেয়র।

মেয়র মো. মফিজুল ইসলাম শুক্রবার রাতে আজকের কুমিল্লাকে জানান, পৌর এলাকায় আমার জনপ্রিয়তা ৭০ ভাগ। সাধারণ ভোটার ও তৃণমূল নেতাকর্মীদের আশ্বাস, সমর্থন ও ভালবাসা নিয়ে আমি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবো। আর নৌকা প্রতিক যে ব্যক্তি পেয়েছে, তার হাতে নৌকা নিরাপদ নয়। ভুল লোকের হাতে নৌকা প্রতিক দেয়া হয়েছে। আমি স্বতন্ত্র থেকেই নির্বাচন করে ইনশাল্লাহ জয়ী হবো।

কথার লড়াইটা বেশ জমে উঠেছে। এবার দেখা যাক ভোটের লড়াইয়ে কে কাকে টেক্কা দিয়ে পৌর পিতার আসনে বসে ?
(সূত্র আজকের কুমিল্লা)

এই সূত্র ধরে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চান্দিনা পৌরসভার জনগণের মতামত যানতে চাইলে পৌর আওয়ামীলীগ নেতা প্রকাশ না করা শর্তে বলেন,মেয়র মফিজুল ইসলাম উম্মাদ হয়ে গেছে, বাংলাদেশ আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও চান্দিনার মাঁটি ও মানুষের নেতা, জাতীয় নেতা, সাবেক ডেপুটি স্পিকার জনাব আলহাজ্ব অধ্যাপক আলী আশরাফ এমপি মহোদয় ও চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি আগামীর চান্দিনার অভিভাবক তরুণ প্রজন্মের জনপ্রিয় নেতা এফবিসিসিআই এর সম্মানিত সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি জনাব মুনতাকিম আশরাফ টিটু সহ আওয়ামীলীগের নীতিনির্ধারকেরা জনাব আলহাজ্ব শওকত ভূইয়ার হাতে নৌকা নিরাপদ, তাকেই যোগ্য মনে করেছেন,চান্দিনা উপজেলা আওয়ামীলীগ ও অংঙ্গসংঘঠনের নেতাকর্মীরা সবাই একাট্টা, নৌকার বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরবে,

আরেক যুবলীগ নেতা বলেন,নেতা যার উপর আস্থা রেখেছে নৌকার মার্কা নিসন্দেহে তিনি ক্লীন ইমেজ খ্যাত আওয়ামীলীগের প্রবীণ নেতা,তার হাতে নৌকা নিরাপদ,মেয়র মফিজুল ইসলাম নৌকার মাঝি কে নিয়ে অবান্তর অবাস্তব অনৈতিক সমালোচনা করছে, নৌকা কে বিজয়ী করে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে,

Close