চান্দিনা

চান্দিনা উপজেলা গেইট থেকে দ্রুত গতির গাড়ি যেকোন মুহূর্তে বড় রকমের দুর্ঘটনা ঘটাতে পারে,তাই সবাই সাবধানতা অবলম্বন করুন

যারা চান্দিনা উপজেলা গেট এর ইউটার্ন দিয়ে পূর্ব অথবা পশ্চিম দিকে যাবেন, তারা অন্তত সতর্কতার সাথে অনেক দেখে শুনে পার হবেন,কেননা রাস্তার দক্ষিণ পাশে গাছের ঝোঁপের জন্য কোনভাবেই পূর্ব দিক থেকে আসা গাড়ী দেখা যায় না,আর যখন গাড়ির অস্তিত চোখে পরে তখন কোনভাবেই রাস্তা পেরোনো সম্ভব না,দ্রুত গতির গাড়ি যেকোন মুহূর্তে বড় রকমের দুর্ঘটনা ঘটাতে পারে,তাই সবাই সাবধানতা অবলম্বন করুন,আর এই গাছ গুলো কাটার দায়িত্ব মূলত কাদের উপর?তাঁদের কোনভাবে ইনফর্ম করা যায় কিনা, কেউ কতৃপক্ষ কে জানিয়ে উপকার করবেন আশা করছি।

Close