আন্তর্জাতিক

ওমানে ফিরে যাওয়ার জন্য অনুমতি পেলো প্রবাসী বাংলাদেশীরা।

ওমানে ফিরে যাওয়ার জন্য অনুমতি পেলো প্রবাসী বাংলাদেশীরা।

 

বাংলাদেশে এসে করোনার কারনে আটকা পড়েছেন, বৈধ ভিসা আছে তারা যদি ওমান ফিরতে চান, তাহলে বাংলাদেশে অবস্থিত ওমান এম্বাসিতে গিয়ে অনুমতি-পত্র নিয়ে ফিরে যেতে পারবেন! তবে ওমান ফেরত যাত্রী কে ওমান ঢোকার পর ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে! এটা কিন্তু বাধ্যতামূলক!

 

ওমানে ফিরে যেতে ইচ্ছুক যাত্রীদের ওমান দূতাবাস ঢাকা থেকে অনুমতি-পত্র তথা (N,O,C) পেপার নেওয়ার পর করোনার নেগেটিভ সনদ পত্র নিতে হবে তারপর ওমান এম্বাসি থেকে সবুজ সংকেত পাওয়ার পর টিকিট কাটতে হবে!

 

ওমানে স্বাস্থ্য বীমা থাকতে হবে, প্লেনের টিকেট করতে হবে। তবে করোনার সনদ ধানমন্ডির C.R.L. Diagnostics হসপিটাল থেকে নিতে হবে!

 

ওমান এম্বাসি ঢাকায় যোগাযোগঃ-

☞︎︎︎House–01

☞︎︎︎Road–68

☞︎︎︎Gulshan-02

☞︎︎︎Dhaka–1212

 

Close