আন্তর্জাতিক

১ অক্টোবর থেকে সৌদি আরবের তিনটি শহরে সপ্তাহে ৮ টি বানিজ্যিক ফ্লাইট পরিচালনার করবে বিমান

১ অক্টোবর থেকে সৌদি আরবের তিনটি শহরে সপ্তাহে ৮ টি বানিজ্যিক ফ্লাইট পরিচালনার করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৌদি সরকার অনুমোদন দিয়েছে।

বিমান জানিয়েছে, সৌদি আরব ১লা অক্টোবর ২০২০ থেকে বিমানের বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা সিদ্ধান্ত প্রদান করেছে। আসন বরাদ্দ আরম্ভ করার আগে ল্যান্ডিং পারমিশন আবশ্যক  । কিন্তু ল্যান্ডিং পারমিশন পাওয়া  যায় নি। ফলে সম্মানিত যাত্রীদের আসন বরাদ্দ আরম্ভ করার জন্য ফ্লাইট এখনই ঘোষণা করা সম্ভব হচ্ছে না। ল্যান্ডিং পারমিশন প্রাপ্তির সাথে সাথেই ফ্লাইট ঘোষণা করা হবে এবং সম্মানিত যাত্রীসহ সংশ্লিষ্ট সকলে অবহিত করা হবে। ফ্লাইট ঘোষণার পূর্বে  কাউন্টারে অহেতুক ভীড় না করার জন্য সম্মানিত যাত্রীগণকে বিনীত অনুরোধ করা যাচ্ছে।

যে সকল যাত্রীর নিকট সৌদি আরব যাওয়ার টিকি ট রয়েছে কেবল তাদের আসন বরাদ্দ করা হবে ; আপাতত নতুন টিকি ট বিক্রি করা হবে না। আসন বরাদ্দের বিস্তারিত তথ্য আগামিকাল বিমানের ওয়েব সাইটে পাওয়া যাবে।

Close