আন্তর্জাতিকজাতীয়

১৭ই মে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন বিদ্যানন্দীনি জননেত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

রাত পোহালেই ১৭ই মে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন বিদ্যানন্দীনি জননেত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

 

সময়টা ১৭ই ১৯৮১ বাংলার আকাশে কালো মেঘের গর্জন। প্রচন্ড বাতাস ও কালবৈশাখী ঝড়ে বিপর্যস্ত বাংলার জনপদ। সেদিন অবিরাম মোষলধারে বারিবর্ষণে যেন ধুয়ে-মুছে যাচ্ছিল বাংলার মাটিতে পিতৃ হত্যার জমাট বাঁধা পাপ আর কলংকের চিহ্ন।

সেদিন ঝড়বৃষ্টি উপেক্ষা করে ঢাকার বিমানবন্দরের সামনের রাস্তায় ঝড়ো হয়েছিল লক্ষ লক্ষ জনতা। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে সেদিন রাস্তার দুইধারে শৃঙ্খলভাবে দাড়িয়ে বঙ্গবন্ধু কন্যাকে স্বাগতম জানাই প্রায় ১৫লক্ষ জনতা। 

প্রত্যেকের মুখে একটাই স্লোগান ছিল, 

 

“ঝড়-বৃষ্টি আঁধার রাতে” 

“শেখ হাসিনা আমরা আছি, 

তোমার সাথে” 

 

১৯৮১ সালের এই দিনে দীর্ঘ নির্বাসন শেষে বাংলার মাটিতে ফিরে আসেন শেখ হাসিনা আপা। এ দিন বিকেল সাড়ে ৪টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের বোয়িং বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকার কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান।

 

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নির্মমভাবে নিহত হন। এ সময় তাঁর দুই মেয়ে শেখ হাসিনা আপা ও শেখ রেহানা আপা প্রবাসে থাকায় আপার অনুপস্থিতিতে তাঁকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়।

১৭ই মে শেখ হাসিনা আপাকে বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য উপস্থিত হন প্রায় ১৫ লাখ মানুষ। 

 

উপস্থিত সাধারণ মানুষের হৃদয়ছোঁয়া ভালোবাসার জবাবে তিনি বলেছিলেন,

 

“বাংলার মানুষের পাশে থেকে মুক্তির সংগ্রামে অংশ নেওয়ার জন্য আমি দেশে এসেছি, আমি আওয়ামীলীগের নেত্রী হওয়ার জন্য আসিনি,

আপনাদের বোন হিসেবে, মেয়ে হিসেবে, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আওয়ামী লীগের কর্মী হিসেবে আমি আপনাদের পাশে থাকতে চাই”

 

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে এ দেশের গণতন্ত্র নস্যাৎ ও স্বাধীনতার মূল্যবোধ ভূলুণ্ঠিত করা হয়েছিল। ১৯৮১ সালের ১৭ মে রাজনীতিবিদ হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপার স্বদেশ প্রত্যাবর্তন আবারও দেশে স্বাধীনতার মূল্যবোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করে। 

 

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন বিদ্যানন্দীনি শেখ হাসিনা আপার দীর্ঘায়ু কামনা করছি। 

 

দেশরত্নের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ, 

এগিয়ে যাচ্ছে বাংলাদেশ,তৈরি হচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ।  

 

 

Close