জাতীয়রাজনীতি

সাবেক ছাত্রনেতা ও পরীক্ষিত স্বেচ্ছাসেবক লীগ নেতাদের নিয়ে গঠিত হতে যাচ্ছে স্বেচ্ছাসেবক লীগের নতুন কেন্দ্রীয় কমিটি

ক্ষমতাসীন দলের অন্যতম সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে প্রায় ৪০ শতাংশ নতুন মুখ আনা হয়েছে।

 

বাদ পড়েছেন গত কমিটির বেশ কয়েকজন প্রভাবশালী নেতা। ৩ সাংগঠনিক সম্পাদক, ১ জন যুগ্ম সম্পাদকসহ বেশকিছু সম্পাদক এবং উপ-সম্পাদক পদধারীদের পদোন্নতি দেয়া হয়েছে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কেন্দ্রীয় ছাত্রলীগের প্রায় অর্ধশতাধিক সাবেক ছাত্রনেতাকে স্থান দেয়া হয়েছে কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটিতে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রস্তাবিত কমিটি বিষয়ে এমনটাই নিশ্চিত করেছে নির্ভরযোগ্য সূত্র।

 

সূত্র মতে, গত সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে প্রস্তাবিত কমিটি তুলে দেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

 

প্রধানমন্ত্রী কমিটি দেখার পর অনুমোদনের সবুজ সংকেত দিয়েছেন। এসময় সংগঠনটির দুই শীর্ষ নেতা কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এরপর প্রধানমন্ত্রী দ্রুত সময়ের মধ্যে সিসি কমিটি (সেন্ট্রাল কমিটি) কমিটি গঠনের নির্দেশ দেন।

 

জানতে চাইলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, বর্ণাঢ্য আয়োজনে আমাদের সম্মেলন হয়েছে। একটি সংগঠনের সম্মেলন মানেই নতুন নেতৃত্ব। স্বাভাবিকভাবেই পূর্ণাঙ্গ কমিটিতে নতুন মুখ রাখা হয়েছে।

 

তবে এক্ষেত্রে ৮০ শতাংশই সাবেক ছাত্রলীগ নেতা। দ্রুত সময়ের মধ্যে ইসি এবং সিসি দুটো কমিটিই আমরা দিতে পারবো আশা করছি। প্রস্তাবিত ইসি কমিটিতে নতুন মুখ যেমন রাখা হয়েছে ঠিক তেমনি বাদ দেয়া হয়েছে গত কমিটির বেশকিছু নেতাকে। যারা অনেকে গত কমিটির প্রভাবশালী নেতা ছিলেন।

 

গত সম্মেলনে শীর্ষ পদে আসতে প্রার্থী হয়েছিলেন অনেকে। বিদায়ী কমিটির সহ-সভাপতি বাদ পড়েছেন ৭ জন। পদ পাননি সাবেক দুই সাংগঠনিক সম্পাদক।

 

এরা হলেন— শেখ সোহেল রানা টিপু, সাজ্জাদ সাকিব বাদশা। তবে নতুন কমিটিতে আসতে বায়োডাটা জমা দেননি এ দুই নেতা। তৎপরতাও চালাননি বলে জানা গেছে।

সুত্র৷  দেশ মাটির খবর

Close