অর্থনীতি

পদ্মা সেতুতে ৩৩তম স্প্যান স্থাপন, দৃশ্যমান ৪.৯৫ কিলোমিটার

পদ্মা সেতুতে ৩৩তম স্প্যান স্থাপন, দৃশ্যমান ৪.৯৫ কিলোমিটার

আজ সোমবার ‘১সি’ স্প্যানটি পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ৩ ও ৪ নম্বর খুঁটির ওপর সফলভাবে স্থাপন করা হয়েছে। এতে সেতুর দৃশ্যমান হলো ৪ হাজার ৯৫০ মিটার (৪.৯৫ কিলোমিটার)।

সকাল সাড়ে ৮টার দিকে স্প্যানটি নিয়ে রওনা দেয় প্রায় ৯ শ’ মিটার দূরের ৩ ও ৪ নম্বর খুঁটির কাছে। পরে দুপুর ১২টায় এটি খুটির ওপর বসানো হয়। এর আগে গত ১১ অক্টোবর স্থাপন করা স্প্যানটির পাশেই এটি বসানো হয়।

পদ্মা সেতুতে অবশিষ্ট যে ৮টি স্প্যান রয়েছে তা চলতি বছরের মধ্যেই খুঁটিতে বসানোর টার্গেট নিয়েই কাজ চলছে। এখন স্প্যানও প্রস্তুত তাই খুঁটিতে বসিয়ে দেয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

এ পর্যন্ত পদ্মা সেতুর উপরের তলায় রোডওয়ে স্লাব বসানো হয়ে গেছে ১০৭৬টি। আর নিচতলায় রেলওয়ে স্লাব বসেছে ১৫৯০টি।

চলতি অক্টোবর মাসে আরো দুইটি অর্থ্যাৎ ২৫ অক্টোবর ৩৪তম এবং ৩০ অক্টোবর ৩৫তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

Close