দেবিদ্বার

ধন্যবাদ ওরা ৪১জনের টীমের সকল সদস্য আমরা “হ্যলো ছাত্রলীগ”।

ধন্যবাদ ওরা ৪১জনের টীমের সকল সদস্য আমরা  “হ্যলো ছাত্রলীগ”।

 

আজ দাউদকান্দি  উপজেলার  সুন্দলপুর ইউনিয়ন শুভপারা কৃতি সন্তান, মৃত্যু মোঃ মতিন মিয়াজীর সহধর্মিনী মোসাঃ জিলহজ্জ বেগম,করোনায় উপসর্গ  আক্রান্ত হয়ে  কুমিল্লা নবাববাড়ী চৌমুহনীতে   দুপুর  ১১:৪০মিনিটে  মৃত্যুবরণ করেন।

 

আমরা বিকেল ৬টায়  তাহার নিজ গ্রাম, শুভপারায় পারিবারিক কবরস্থানে ধর্মীয়  রিতি-নীতি মোতাবেক আমরা  দাফন-কাফনের কাজ সম্পর্ন করি  ওরা ৪১জনের টীম।

 

উপস্থিত নেতৃত্বদের মাঝে আমার টীমে মোঃ নাছির উদ্দিন,মোঃ আল আমিন,মোঃ আরিফ ফকির,ইয়াকুব,আরমান,বাপ্পি,

সাইদুল,শামীম,পারভেজ,মুন্না, আল আমিন। হাফেজ তোফায়েল মাহমুদ, মাওলানা নাজিম উদ্দীন  সরকার,হাফেজ আব্দুল্লা ,মাওলানা খালিদ।

 

কুমিল্লা কোয়ান্টাম ফাউন্ডেশনের সমন্বয়ক শ্যামল আতিক ভাইয়ের  ফোন পেয়ে আমাদের ‘ওরা ৪১ জন’ টিমের ৮ সদস্য নিয়ে করোনায় উপসর্গ দাউদকান্দি উপজেলার শুভপারা গ্রামের মৃত্যু মোসাঃ জিলহ্হজ বেগমের  (মরহুমার) লাশ ধর্মীয় বিধিবিধান অনুযায়ী কাফন-দাফন সম্পন্ন করেছি।

মুসলিম,হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান, নিজ  ধর্মীয় রীতি-নীতি অনুযায়ী লাশকে প্রাপ্ত সম্মানের সাথে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা যথাযথভাবেই পালন করতে আমরা বদ্বপরিকর।

Close