WorkOnJob Student Reward Apps Best Student Reward Apps 2023
আন্তর্জাতিকজাতীয়

ডঃ নার্গিস আক্তার পলিন বরুড়াবাসী সহ দেশ-বিদেশে করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় কিছু পরামর্শ।

করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় কিছু পরামর্শ।

Student Job Reward Apps 2024 Student Job Reward Apps 2024

ডঃ নার্গিস আক্তার পলিন বরুড়াবাসী সহ দেশ-বিদেশে করোনা ভাইরাস প্রতিরোধে করনীয়  কিছু পরামর্শ।

 

নিউজ ডেক্সঃ

বরুড়া উপজেলা ভবানিপুর ইউনিয়নের জালগাঁও গ্রামের মরহুম মোঃ মনসুর আলী’র বড় মেয়ে ও বর্তমানে তিনি লন্ডন হেল্প ডেস্ক একজন সফল ও মানবিক চিকিৎসক  হিসাবে কর্মরত  ডা. নার্গিস আক্তার পলিন বরুড়াবাসী সহ দেশ-বিদেশের সকলের উদ্দেশ্য বলেন,

আপনি আপনারা করোনা ভাইরাস যতই হেয়ালিপনা গাফিলতি করে চলেছেন এর মাশুল কিন্তুু আপনাকে না হয় আপনার পরিবারকে দিতে হবে।

আপনি একটু ভাবুন তো আপনার আশেপাশে কোন লোক সর্দি কাশি উপসর্গ নিয়ে মারা গেলে আপনি তাকে দেখতে তো দূরের কথা এমনকি তার শেষ বিদায় জানাযায়ও  যান না।

 

করোনা উপসর্গ নিয়ে কেউ মারা গেলে তার বাড়ি ও আশপাশের বাড়ি ঘর লগডাউন করা হয় কেমন যেন মনে হয় না বিষয়টা।করোনা পজিটিভ পাওয়া ব্যক্তিটা কোন হাসপাতালে যাতায়াত করা হয়েছে কোন হাসপাতালে চিকিৎসা সেবা নেওয়া হয়েছে সেই করোনা একজন রোগীর জন্য পুরো হাসপাতাল লগডাউন করা হয় কেমন যেন আজব নয় কি বিষয়টা।

করোনা উপসর্গ নিয়ে আপনি কোথায় গেলেন কোন বাড়িতে গেলেন  আপনার জন্য সেই বাড়িগুলো লগডাউন করা হয়। আজব না?

করোনা উপসর্গ নিয়ে আপনি একাই একাধিক ব্যক্তিকে সংক্রমিত করতে পারেন।

একটু ভেবে দেখেন তো কোন ক্রমে এই ভাইরাস আপনার মধ্যে দেখা দিলো এতে করে প্রকাশিত হলো বা জানাজানি হলো তখন দেখবেন আপনার পাশে আর কেউ নেই। তখনকার পরিস্থিতি যেই মানুষটা দেখছে সেই ব্যতীত অন্য কেউ এই বাস্তব উপলব্ধি কখনো করতে পারবে না।

এমন ও দেখতে হচ্ছে কোন না কোন অসতর্কতার কারনে কারো শরীরে করোনা ভাইরাসের উপসর্গ পাওয়ায় তার স্ত্রী পালিয়ে শ্বশুর বাড়ি চলে গেছেন বিষয়টি আজব মনে হলেও সত্যি।

স্বামী বিদেশে থেকে আসছে স্ত্রী তা শুনে তার বাবার বাড়িতে চলে গেছেন করোনায় সংক্রমিত হবে তার ভয়ে আজব হলেও তা কিন্তুু সত্যি।

আপনি/ আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন এই করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেলে আপনার লাশের কাছে এবং জানাজায় লোক আসে না।আপনার শরীরে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেলে আপনাকে আপনার পরিবার পরিজন থেকে আলাদা করে দেওয়া হয়। আপনি তখন নিজেকে নিঃস্ব এবং জগতের অবহেলিত প্রাণী মনে করা ছাড়া কিছু করার থাকে না। তবে সে সময় মনবল শক্ত রাখা খুবই জরুরি।

তাহলে কেন আজ আমরা এই মহামারী করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে নিজেকে নিরাপদে রাখার সামান্যটুকু চেষ্টা করি না।

♪♪ কেন অপ্রয়োজনে জনসমাগম করি।

♪♪ কেন শপিং করতে এতো ঝুঁকি নিয়ে মার্কেটে ভীড় করি।

♪♪ কেন মাস্ক পরে থাকার চেষ্টা করি না।

♪♪ কেন হেন্ড গ্লাভস পরে জীবাণুমুক্ত থাকার চেষ্টা করি না।

♪♪কেন একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হওয়া বন্ধ করতে পারি না।

♪♪ কেন বাহির হতে বাসায় ফিরে ভালো করে সাবান দিয়ে হাত মুখ পরিস্কার করি না।

♪♪  কেন সরকারী আদেশ লগডাউন মেনে চলতে পারি না।

♪♪ কেন শপিং করার জন্য বাচ্চাদের সুরক্ষার কথা চিন্তা না করে তাদের মার্কেটে নিয়ে যাই।

♪♪ কেন নিজের মাঝে করোনা ভাইরাসের উপসর্গ মনে করার পরও দোকানপাট সহ বাজারঘাটে যাওয়া বন্ধ করতে পারি না।

♪♪ কেন সামান্য আনন্দের জন্য আপনার বৃহৎ আনন্দ ক্ষতির মুখে ঠেলে দিচ্ছেন।

আপনি অসুস্থবোধ করলে যতদ্রুত সম্ভব সবাইর কাছ হতে আলাদা হয়ে যান, মনে রাখবেন অসুস্থতা শরীরে নিয়ে বয়ে বেড়াবেন না। যতসম্ভব ডাক্তারের পরামর্শ নিন। সবাইর প্রতি সবিনয়ে অনুরোধ আপনারা ঘরে থাকুন একান্ত জরুরি প্রয়োজন ব্যতীত ঘর থেকে বাহিরে বের হবেন না। নিজে সুস্থ থাকুন আপনার পরিবার পরিজনকে সুস্থ ও সুরক্ষিত রাখুন।

যতটুকু সম্ভব অসহায় দুস্থ মানুষের পাশে গিয়ে দাড়াতে চেষ্টা করুন। আপনার দান করা দেখে অন্যজন দান করতে উৎসাহিত হবে।আল্লাহ আমাদের সবাইকে মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা করুক। আমিন।

বেকার বসে না থেকে কাজ করুন, মাত্র ৫০ টাকা হলে মোবাইল রিচার্জ, ২০০ টাকা হলে বিকাশ পেমেন্ট। Student Job Reward Apps 2024
Close
Close