জাতীয়

ছেলেধরা সন্দেহে আইন হাতে তুলে নিবেন না, গুজবে কঠোর আইনের প্রয়োগ – কক্সবাজার ভারপ্রাপ্ত এসপি

ছেলেধরা সন্দেহে আইন হাতে তুলে নিবেন না, গুজবে কঠোর আইনের প্রয়োগ – কক্সবাজার  ভারপ্রাপ্ত এসপি ইকবাল হোসাইন….

 

‘ছেলেধরা’ সন্দেহ হলে কখনো কোন অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নিবেন না।নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে খবর দিবেন।তারপরেও কেউ গুজব ছড়িয়ে বা গুজবে জড়িয়ে ‘ছেলেধরা’ সন্দেহে কাউকে গনপিটুনি দিলে কিংবা গনপিটুনি দিতে উৎসাহিত করলে তাদেরকে কঠোর আইনের আওতায় আনা হবে।কেউ ফেইসবুক, ইমু,ওয়াটস আপ,টুইটার,ই-মেইল বা অন্য কোন সামাজিক মাধ্যমে কথিত ‘ছেলেধরা’ বিষয়ে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে গুজব ছড়ালে বা গনপিটুনি কে উৎসাহিত করে ম্যাসেজ, নিউজ,কমেন্ট, শেয়ার করলে তাদের বিরুদ্ধে আইসিটি এ্যাক্ঠ সহ ফৌজদারি আইনে কঠোর ব্যাবস্থা নেয়া হবে।গুজব রটানোকারীদের অবশ্যই ভয়াবহ করুন পরিনতি ভোগ করতে হবে।তাই এবিষয়ে দেশপ্রেমিক সকল নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।তাই এ ধরনের গুজবে কাউকে কান না দিতে তিনি সকলকে অনুরোধ জানান।কক্সবাজারের ভারপ্রাপ্ত এসপি মোহাম্মদ ইকবাল হোসাইন এ বিষয়ে সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেন।

 

জনসচেতনতায়ঃ-

মার্শাল মোঃ সাইফুল ইসলাম

অভিনেতা,ডিরেক্টর,কারাতে প্রশিক্ষক,

সদস্য, কক্সবাজার জেলা কারাতে এসোসিয়েশন।

সভাপতি,এস আই মাল্টিমিডিয়া, মডেল এজেন্সি।

প্রশিক্ষক, সাইফুল মিক্স মার্শাল আর্ট একাডেমী।

Close