চান্দিনাশিক্ষাঙ্গন

চান্দিনায় বাইতুস সুন্নাহ্ মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান

চান্দিনায় বাইতুস সুন্নাহ্ মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান

 

মো. আবদুল বাতেন

চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা

চান্দিনা পৌর এলাকার ইউসুফ মাস্টারের বাড়ীর বাইতুস সুন্নাহ্ মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করা হয়। শনিবার (৪ মে) রাতে মাদ্রাসা মসজিদে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ভাবে ‘আত্মশুদ্ধিমূলক আলোচনা ও বিশেষ দোয়া’ অনুষ্ঠানের মধ্য দিয়ে পাঁচজন হাফেজ ছাত্রকে পাগড়ী প্রদান করে অতিথিবৃন্দ। অনুষ্ঠানে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও মাদ্রাসা পরিচালনা পর্ষদ সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মোস্তফা হারুন মাহমুদ এর সভাপতিত্বে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আল্লামা শাহ্ ইলিয়াছ ছিদ্দিকী পীর সাহেব বদরপুরী। 

 

প্রধান মেহমান হিসেবে বক্তৃতা করেন- চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আল্লামা মাহবুবুর রহমান আশরাফী। অন্যদের মধ্যে বক্তৃতা করেন- প্রফেসর মু. আনোয়ার হোসেন। 

 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাদ্রাসা পরিচালনা পর্ষদ সহ-সভাপতি মো. নাছির উদ্দিন, আশরা মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা মুফতী ইয়াহ্ ইয়া রাশেদ, চান্দিনা পূর্ব বাজার জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আহমদ আলী কুটু মিয়া, মালয়েশিয়ান নাগরিক মো. ফৌজি, মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা খাইরুল ইসলাম ফরাজী, প্রতিষ্ঠাতা সেক্রেটারী মুহাম্মদ শাহ্ আলম। অনুষ্ঠানে হাফেজ ছাত্র মো. রাশেদুল ইসলাম, মো. শাহিন আলম, মো. রুহুল আমীন, মো. রিয়াদ হোসেন ও মো. মাহমুদুল হাসান কে পাগড়ী প্রদান করা হয়। এসময় বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মাদ্রাসা শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

    

Close