চান্দিনা

চান্দিনায় কাভার্ড ভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, দুই ভাই নিহত

চান্দিনায় কাভার্ড ভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, দুই ভাই নিহত

 

রিপন আহমেদ ভূইয়া।

কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় সালাউদ্দিন (৭০) ও আব্দুল মালেক (৬০) নামে দুই ভাই নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।

 

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ছয়ঘড়িয়া ও দেবিদ্বারের কুরছাপ সীমান্তর্বী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা ফেনী জেলার পশুরাম উপজেলার অলোকা গ্রামের মৃত তোফায়েল আহমেদের ছেলে। আহতরা হলেন নিহত আব্দুল মালেকের ছেলে তাহসিন আহমেদ (২৪) ও তাহমিদ (১৮) এবং মেয়ে ফাতিম মালেক (১২)।

 

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মনিরুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ফেনীগামী মাইক্রোবাসটি চান্দিনার ছয়ঘড়িয়া-কুরছাপ এলাকায় পৌঁছালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে ধাকা লেগে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা দুই ভাই নিহত নিহত হন। আহত হয় আরো তিন জন।

 

দুর্ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি চলে যায়। মাইক্রোবাস ও লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের ভাগিনা আব্দুল হান্নান চৌধুরী এসে মরদেহ নিয়ে যান।

 

 

 

 

 

 

Close