চান্দিনা

চান্দিনায় ৪০ জন নিবন্ধিত জেলেদের মাঝে ৮০টি ছাগল বিতরণ অনুষ্ঠান,

চান্দিনায় ৪০ জন নিবন্ধিত জেলেদের মাঝে ৮০টি ছাগল বিতরণ অনুষ্ঠান,

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস অধিদপ্তরের আয়োজনে কুমিল্লার চান্দিনায় ২০১৯-২০ অর্থ বছরে বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের বিকল্প আয়বর্ধন মূলক এঅাইজিএ উপকরণ সহায়তা মূলক ৪০ জন নিবন্ধিত জেলেদের মাঝে ৮০টি ছাগল বিতরণী অনুষ্ঠান ৩ নভেম্বর রবিবার ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ সভাপতিত্বে প্রধান অতিথি বক্তৃতা করেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।

 

বিশেষ অতিথি বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম।

 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক ময়েদুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাধ্যক্ষ নির্মল  চন্দ্র দাস, গল্লাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর মো. আব্দুল জলিল, পৌর কাউন্সিলর মো.সুরুজ ভূঁইয়া, পৌর কাউন্সিলর মো.আব্দুস ছালাম সহ চেয়ারম্যানগণ, উপজেলা বিভিন্ন বিভাবগীয় কর্মকর্তা, কর্মচারী,সাংবাদিক এ সময় উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি নিবন্ধিত জেলেদের মাঝে উপজেলা পরিষদ চত্বরে ছাগল বিতরণ করেন।

Close