জাতীয়

খাগড়াছড়িতে বিজিবি – গ্রামবাসী সংঘর্ষে পিতা-পুত্রসহ নিহত ৪

খাগড়াছড়িতে বিজিবি – গ্রামবাসী সংঘর্ষে পিতা-পুত্রসহ নিহত ৪

নিজেস্ব প্রতিনিধি, খাগড়াছড়িঃ

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙায় গাছ কাটাকে কেন্দ্র করে বিজিবি গ্রামবাসী সংঘর্ষে পিতা পুত্রসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় হৃদ ক্রিয়াবন্ধ হয়ে রঞ্চু বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে ।

৩ মার্চ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাঙা সদরের অদুরে গাজিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অন্য দুইজন হলেন, সাহাব মিয়া (৭০) ও তার ছেলে মো. আলী আকবর। স্বামী ও দুই সন্তানের মৃত্যুর খবর শুনে নিজের বাড়ি আলুটিলা বটতলীর বাড়িতে স্ট্রোক করে সাহাব মিয়ার স্ত্রী রঞ্জু বেগম মারা গেছে। এনিয়ে বাবা-ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে।

এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ মো. মফিজ মিয়া ও মো. হানিফ মিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। তবে মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুদ্দিন ভুইয়া জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করা হয়েছে।

সুষ্ঠু তদন্তের জন্য খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

Close