আন্তর্জাতিক

এবার এসিসির প্রধান হচ্ছেন নাজমুল হাসান

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন এবার দায়িত্ব এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দায়িত্ব নিচ্ছেন। এতোদিন পর্যন্ত এসিসি প্রধানের দায়িত্ব ছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের হাতে। সেই দায়িত্বে থাকা শাহরিয়ার খান, নজম শেঠি ও এহসান মানি এতোদিন এসিসির প্রধান ছিলেন।পাকিস্তানের পর যে বিসিবির প্রধান দায়িত্ব নিবেন, তা নির্ধারিত ছিলো আগেই। এবার সেই দায়িত্বই নিচ্ছেন নাজমুল হাসান। জানা গেছে, আগামী ১৮ নভেম্বর পাকিস্তানের লাহোরে এসিসির সাধারণ সভা শেষে দায়িত্ব নিবেন নাজমুল।নাজমুল হাসান বাংলাদেশের তৃতীয় ব্যক্তি হিসেবে এসিসির প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। তার আগে আনিসুল ইসলাম মাহমুদ, আলি আসগর লবি ও মোস্তফা কামাল এই দায়িত্ব পালন করেছেন।১৯৮৩ সালে এসিসি গঠিত হয়। প্রথম বছর আইসিসির এশিয়ান অঞ্চলের এই সহকারী সংগঠনের সভাপতি ছিলেন প্রয়াত ভারতীয় রাজনীতিক নরেন্দ্র কুমার সালভ। এশিয়া অঞ্চলের ক্রিকেটের সর্বোচ সংস্থার বর্তমান সদস্য সংখ্যা ২৫।এশিয়ান অঞ্চলে ক্রিকেট ছড়িয়ে দেয়া পৃষ্ঠপোষকতা করার পাশাপাশি এসিসি প্রতি দুই বছর অন্তর অন্তর আয়োজন করে এশিয়া কাপ ক্রিকেট। এখন পর্যন্ত মোট ১৪বার এশিয়া কাপ আয়োজন করা হয়েছে।

Close