অপরাধ

উখিয়ার রুবাইয় নাজনীনা ৯ হাজার ৭০০ পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক

উখিয়ার রুবাইয় নাজনীনা ৯ হাজার ৭০০ পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক

 

শাকুর মাহমুদ চৌধুরী, কক্সবাজারঃকক্সবাজারের রামু উপজেলার চেইন্দা এলাকায় অভিযান চালিয়ো ৯ হাজার ৭০০ পিস ইয়াবাসহ উখিয়া জালিয়াপালং রুপপতি গ্রামের রুবাইয়া নাজনীনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন। সোমবার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১৫।

 

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এর আগে গোপন সংবাদের ভিত্তিতে ১ মহিলা ইয়াবা ট্যাবলেটসহ রামুচেইন্দা এলাকাস্থ ইন্টারন্যাশনাল এমাউজমেন্ট পার্ক এ্যান্ড রিসোর্ট এর সামনে অবস্থান করছে।

 

এমন সংবাদে র‌্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল বিকাল ৫টা ৩০ এর দিকে উক্ত স্থানে পৌছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে রুবাইয়া নাজনীন (২৪)কে আটক করে৷

পরে শপিং ব্যাগ তল্লাশী করে বিশেষ কায়দায় রাখা সর্বমোট ৯ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

ব্যাপক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী মহিলা স্বীকার করে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়া সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছিলো৷

আটককৃত মহিলা রুবাইয়া নাজনীন (২৪) উখিয়া জালিয়াপালং ইউনিয়নের রূপপতি গ্রামের রফিকুল ইসলামের সহধর্মিণী।

উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৪৮,৫০,০০০ (আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা প্রায়।

গ্রেফতারকৃত মহিলা ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করেছে র‌্যাব-১৫।

Close