জাতীয়

আজো চান্দিনার পথে প্রান্তরে ঘুরছে বঙ্গবন্ধুর দেহের পরশ নিয়ে ।

১৯৭৩ সনে জাতীয় সংসদ নির্বাচনের অব্যবহিত পর কুমিল্লা উত্তর মহকুমা  প্রাশসকের জিপটি এসে থামল চান্দিনা সি ও অফিসের (বর্তমান ইউ এন ও  অফিস)সামনে । এখানে চান্দিনার নব নির্বাচিত এম পি অধ্যাপক মোঃ আলী আশরাফ  কর্মী সমর্থক দের সাথে আড্ডা করছিলেন ।জিপ থেকে মহকুমা প্রশাসক নেমে এসে  এম,পি অধ্যাপক মোঃআলী আশরাফকে কোন কথা বলার সুযোগ না দিয়ে জিপে তুলে নেন  ,সময় তখন বেলা ১০ টা ২৬ মিনিট কর্মী সমর্থকরা যা বোজার বুজে নিলেন ।জিপটি  দাউদ কান্দি ও মেঘনা ফেরি পার হয়ে সোজা ধান মণ্ডি ৩২ নম্বরে এসে থামল বিকেল  ৩ টা ৪০ মিনিটে ।,বাঙ্গালি জাতির মহা পুরুষ বঙ্গবন্ধু এতক্ষণ হয়তো এর  জন্যই অপেক্ষা করছিলেন ।এম পি আশরাফ বাসায় ঢুকেই জাতির জনক কে কদম বুচি  করলেন ।জনক তাঁর পার্লামেন্টের সর্ব কনিসট (বয়স ২৬) সদস্য টিকে বুকে টেনে  নিয়ে পিঠে জোরে জোরে থাপ্পর মারলেন——–। মহকুমা প্রশাসক তাঁর উপর  অর্পিত দায়িত্ব টি পালন করতে পেরে তৃপ্তির হাসি হাসলেন ।তারপর বাকিটা  ইতিহাস,যে ইতিহাস আজো চান্দিনার পথে প্রান্তরে ঘুরছে বঙ্গবন্ধুর দেহের পরশ  নিয়ে ।

Close