জেলার খবর

সাপের কামড়ে ২ জনের মৃত্যু

মেহেরপুরে সাপের কামড়ে ২ জনের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার পৃথক গ্রামে সাপের কামড়ে ২নজনের মৃত্যু হয়েছে। এরা হলেন-উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামের মল্লিকপাড়ার নুর ইসলামের স্ত্রী ছিতারন নেছা (৪৭) ও বুড়িপোতা ইউনিয়নের গভীপুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত ফকির মহাম্মদের ছেলে কৃষক জালাল উদ্দীন (৫৮)।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ছিতারন নেছার মৃত্যুর ঘটনা ঘটেছে। এবং জালাল উদ্দীন মঙ্গলবার সকালে মারা যান।

স্থানীয়রা জানান ছিতারন প্রতিরাতের ন্যায় মঙ্গলবার দিবাগত রাতে ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড় দিলে অসুস্থ্য হয়ে পড়েন। এসময় পরিবার ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেয়ার আগেই তার মুত্যু হয়েছে বলে কর্তব্যরত ডাক্তার জানান।

অন্যদিকে সোমবার দিবাগত রাতে ঘরে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপে জালাল উদ্দীনকে কামড় দিলে অসুস্থ্য হয়ে পড়েন। অসুস্থ্য অবস্থায় তার কাছে রাখা টর্চ লাইট দিয়ে সাপটি আঘাত করে মেরে ফেলেন। এসময় তাকে স্থানীয়রা মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান।

Close