অর্থনীতি

বস্তির খুপড়ি ঘর ছেড়ে দালানে উঠছে সাড়ে ৪ হাজার পরিবার।

বস্তির খুপড়ি ঘর ছেড়ে দালানে উঠছে সাড়ে ৪ হাজার পরিবার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব পরিবারের কাছে ফ্ল্যাট হস্তান্তর করবেন।

প্রথম ধাপে ৬০০ পরিবারের পর পর্যায়ক্রমে প্রায় সাড়ে ৪ হাজার পরিবারকে পুনর্বাসন করা হবে জলবায়ু উদ্বাস্তুদের জন্য বিশ্বের সবচেয়ে বড় আশ্রয়কেন্দ্র শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পে।

১ হাজার ১ টাকার নামমাত্র মূল্যে বছরের পর বছর কষ্টে থাকা উদ্বাস্তুদের এসব ফ্ল্যাট দেওয়া হচ্ছে।

প্রকল্পে প্রথম পর্যায়ে নির্মিত হয়েছে ৫ তলা ১৯টি ভবন। সরকারের নিজস্ব অর্থায়নে ১৮০০ কোটি টাকা ব্যয়ে এই আশ্রয়কেন্দ্রে মোট ১৩৯টি ভবন নির্মাণ করা হবে। প্রতিটি পাঁচতলা ভবনে থাকছে ৪৫৬ বর্গফুট আয়তনের ৩২টি করে ফ্ল্যাট।

প্রতিটি ফ্ল্যাটে পানি, বিদ্যুৎ, গ্যাস সিলিন্ডারের সুবিধা থাকবে। প্রতিটি ভবনে থাকবে সৌর বিদ্যুতের প্যানেল।

খুরুশকুলে বাঁকখালী নদীর তীরে ২৫৩ একর জমির উপর গড়ে ওঠা এই বিশেষ আশ্রয়ণ প্রকল্প বিশ্বের সবচেয়ে বড় আশ্রয়কেন্দ্র।

Exit mobile version