অর্থনীতি

কুমিল্লার পল্লী বিদ্যুাৎ সমিতি -১ চান্দিনায় শতভাগ বিদ্যুৎ উদ্বোধন, র‍্যালি,অালোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান,

কুমিল্লার পল্লী বিদ্যুাৎ সমিতি -১ চান্দিনায় শতভাগ বিদ্যুৎ উদ্বোধন, র‍্যালি,অালোচনা সভা ও সাংস্কৃতিক  অনুষ্ঠান,

 

কুমিল্লা(চান্দিনা)

কুমিল্লার চান্দিনা উপজেলার ২৩৫ টি গ্রামে শতভাগ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চান্দিনা উপজেলাসহ ১০৬টি উপজেলার শতভাগ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

বৃহস্পতিবার (১ নভেম্বর) সকালে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আয়োজনে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধন,র‍্যালি,অালোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুস্টিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, চান্দিনা পৌর সভার মেয়র মো মফিজুল ইসলাম, কুমিল্লা পবিস-১ এর এজিএম, মো ইউসুফ অালী,  সহকারি জেনারেল ম্যানেজার তৌহিদ আলম, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান প্রমুখ।

 

পরে সন্ধ্যা ৬ টায়  উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো আলী আশরাফ এমপি। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

 

Close