অপরাধ

চান্দিনা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চান্দিনা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।

কুমিল্লার চান্দিনা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।

সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আইন শৃঙ্খলা কমিটি উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া, চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন।

সভায় বক্তব্য রাখেন গল্লাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল করিম দর্জি, কেরনখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুমন ভূঁইয়া, উপজেলা দুর্নীতি কমিটির সভাপতি প্রফেসর মো. সামছুল হক প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) উম্মে হাবিবা মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সি, জেলা পরিষদের সদস্য মো. বজলুর রহমান, জোয়াগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আউয়াল খাঁন, মাধাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান, মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ্ সেলিম প্রধান, দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া, বরকইট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নুরে আলম, বরকরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম মজুমদার শিপন, বাতাঘাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাদেক হোসেন,বাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আহসান হাবীব ভূঁইয়া, এতবারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউসুফ, মহিচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসা. মাকসুদা আক্তার, উপজেলা মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার হাজী আবদুল মালেক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপক আইচ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দেবেশ চন্দ্র দাস, চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ মো. খুরশীদ আলম সহ উপজেলার বিভিন্ন বিভাগীয় সরকারি কর্মককর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী।

Close