আন্তর্জাতিকজাতীয়

রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুর কারণ সুষ্ঠু তদন্ত করে তার সকল লেনদেনের টাকা প্রাপ্তির নিমিত্তে ওয়েজ আনাস কল্যাণ বোর্ড প্রবাসী কল্যাণ পদক্ষেপ নেওয়ার দাবী।

রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুর সুষ্ঠু তদন্ত করে তার সকল লেনদেন ক্ষতিপূরণ দাবী অসহায় পরিবারের।

নিউজ ডেক্সঃ চান্দিনার সময়।

কুমিল্লা চান্দিনার ১৩ নং জোয়াগ ইউনিয়নের ধেরেরা গ্রামের রেমিট্যান্স যোদ্ধা মরহুম মোশাররফ হোসাইন দীর্ঘদিন যাবত সৌদি আরবে আছেন,তিনি বিগত ১৮,১০,২০১৮ ইংরেজি তারিখ সৌদি আরবের আল হাছা হুফুফে তার নির্ধারিত কাজে থাকাকালীন সময়ে সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরণ করেন, তার মৃত দেহ ১৬,১১,২০১৮ ইংরেজি তারিখ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হইতে তার স্ত্রী গ্রহণ করেন,রেমিট্যান্স যোদ্ধা মরহুম মোশারফ হোসেন সম্পূর্ণ বৈধভাবে শিবা উপদ্বীপ কন্টাকটিং কনস্ট্রাকশন কোম্পানিতে বৈধ ভাবে নিয়োজিত ছিলেন,নিহত রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুর কারণ সুষ্ঠু তদন্ত করে তার সকল লেনদেনের টাকা প্রাপ্তির নিমিত্তে ওয়েজ আনাস কল্যাণ বোর্ড প্রবাসী কল্যাণ ভবন এর মহাপরিচালক আবেদন করেন ভুক্তভোগী অসহায় পরিবার,

 

মৃত্যুর পর সৌদি আরব থেকে অসহায় পরিবারের রেমিট্যান্স যোদ্ধার মরদেহ অনেক কষ্ট করে দেশে এনে দাফন করেন,তার মৃত্যুতে অসহায় হয়ে পড়েন তিন সন্তান সহ স্ত্রী, এই অসহায় পরিবার দীর্ঘ ৩ বছর যাবৎ প্রবাসী কল্যাণ সংস্থার কাছে কোন প্রকার সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেন অসহায় পরিবার,এমতাবস্থায় বাংলাদেশ সরকারের উর্ধতন কর্মকর্তাদের কাছে বিনীতভাবে অনুরোধ অসহায় পরিবারের পাশে থেকে তাদের কে সহযোগিতা করে উপযুক্ত ক্ষতি পূরণ আদায় করার।

Close