চান্দিনা

চান্দিনার হারং উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

চান্দিনার হারং উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

।। মো. আবদুল বাতেন।।

কুমিল্লার চান্দিনা পৌরসভার হারং উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ওই ভবন নির্মিত হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- সরকারি প্রতিশ্রুতি সম্পর্কীয় সংসদীয় কমিটির সভাপতি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি।

অনুষ্ঠানে চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা নির্বাহি অফিসার বিভীষণ কান্তি দাশ,
চান্দিনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সী, চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, চান্দিনা থানার অফিসার ইনচার্জ শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগ উপদেষ্টা কালী ভূষণ বকসী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, অধ্যাপক মো. হেদায়েত উল্লাহ্, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এনায়েত উল্লাহ্ ভূইয়া, শ্রম বিষয়ক সম্পাদক মো. আবদুর রব কাউন্সিলর, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউন্সিলর কাজী জাফর উল্লাহ্ আজাদ, উপজেলা আওয়ামীলীগ নেতা মো. শওকত হোসেন ভূইয়া, পৌর আওয়ামীলীগ সভাপতি মো. আবদুল জলিল, সহ-সহভাপতি আকতার আহমেদ নাদিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক মো. আবদুস ছালাম, মো. মোজাম্মেল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মো. মাসুমুর রহমান মাসুদ, কাউন্সিলর মো. তাজুল ইসলাম প্রমুখ।

Exit mobile version