জাতীয়

করোনাযুদ্ধে পুলিশের অষ্টম শহীদ সিএমপির কনস্টবল নাঈমুল

করোনাযুদ্ধে পুলিশের অষ্টম শহীদ সিএমপির কনস্টবল নাঈমুল

 

অত্যন্ত ভগ্ন হৃদয়ে আপনাদের জানাচ্ছি করোনাযুদ্ধে বাংলাদেশ পুলিশের আরো একজন বীর সদস্য শাহাদাতবরণ করেছেন। এ নিয়ে চলমান করোনাযুদ্ধে বাংলাদেশ পুলিশের অষ্টম সদস্য শাহাদাতবরণ করলেন।

 

দেশ ও জাতির কল্যাণে আত্মোৎসর্গকারী এ পুলিশ সদস্যে নাম  মোঃ নঈমুল হক (৩৮)। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বন্দর বিভাগের একজন কনস্টবল।

 

সিএমপির ট্রাফিক বন্দরের উপ-পুলিশ কমিশনার মো: তারেক আহম্মেদ ডিএমপি নিউজকে জানান, নাঈমুল হকের বাড়ি কুমিল্লার দেবিদ্বার থানার ফতেয়াবাদ পীর বাড়ি গ্রামে। তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসহ তিন শিশু সন্তান এবং বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

তিনি আরো জানান, সিএমপির করোনা ভাইরাস প্রটোকল অনুযায়ী গতকাল রাতে দামপাড়া পুলিশ লাইন্সে নাঈমুলের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সিএমপি কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কনস্টবল নাঈমুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছে।

 

ছবি: পুলিশ সদরদপ্তর

Close