চান্দিনা

চান্দিনায় ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন ইউএনও

চান্দিনায় ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন ইউএনও

 মো. আবদুল বাতেন কুমিল্লার চান্দিনায় এলাকা ঘুরে হতদরিদ্র নির্বাচন করে ঘরে ঘরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পৌঁছে দিতে কাজ করছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ।

 

উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যম বরাদ্দকৃত সরকারি ত্রাণের পাশাপাশি ইউএনও নিজে উদ্যোগে উপজেলার আনাচে-কানাচে ঘুরে ওই সহায়তা পৌঁছে দিচ্ছেন।

 

তিনি করোনা ভাইরাস সংক্রামণ সতর্কতায় বিভিন্ন শ্রেণী-পেশার কর্মহীন মানুষদের বাড়ি গিয়ে তাদের খোঁজ খবর নেন।

 

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার বরকইট ইউনিয়নের কিছমত-শ্রীমন্তপুর গ্রামের ২০ নরসুন্দর পরিবারের মাঝে ত্রাণ পৌঁছে দেন। এছাড়া দুই মায়ের হাতে শিশু খাদ্য তুলে দেন তিনি।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মাজহারুল ইসলাম।

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ জানান- এ দুঃসময়ে পরিবার প্রধান যখন বেকার, তখন পরিবারের ক্ষুধার্ত মুখগুলোর হাহাকার যেন তাঁর নিকট বিধাতার এক চরম প্রহসন। যারা সবসময় মানুষকে সুন্দর রাখার কাজে নিয়োজিত, তারা নিজেরাই আজ ক্ষুধা ও কষ্টের তীব্র যাতনায় জর্জরিত। ওই পাড়ায় গিয়ে দেখলাম খোপ খোপ ঘরগুলিই তাদের একমাত্র মাথা গোঁজার স্থান। যাতে গাদাগাদি করে থাকে পরিবারের সকল সদস্যরা। এমন লোকদেরই খুঁজে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পৌঁছে দিতে কাজ করে যাবো।

Close