জেলার খবর

কথা রাখলেন নবাগত পুলিশ সুপার, তাঁর হস্তক্ষেপে অবশেষে বন্ধ হলো নৌপথের দীর্ঘদিনের চাঁদাবাজি।

কথা রাখলেন নবাগত পুলিশ সুপার, তাঁর হস্তক্ষেপে অবশেষে বন্ধ হলো নৌপথের দীর্ঘদিনের চাঁদাবাজি।

কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গত ১০/০১/২১ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা সভায় কুমিল্লা জেলার মেঘনা ও কাঠালিয়া নদীতে চাঁদাবাজির বিষয়টি নবাগত পুলিশ সুপার জনাব ফারুক আহমেদ,পিপিএম (বার) মহোদয়ের গোচরীভূত হলে তিনি তৎক্ষণাৎ নৌ পথে চাঁদাবাজি বন্ধে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের নির্দেশ প্রদান করেন। তাঁর নির্দেশনা মোতাবেক হোমনা সার্কেল এএসপি জনাব শেখ ফজলুল করিমের নেতৃত্বে চাঁদাবাজি বন্ধে মেঘনা ও কাঠালিয়া নদীতে পুলিশের সাঁড়াশি অভিযান শুরু হয়। ফলে সংশ্লিষ্ট নৌপথে বন্ধ হয় দীর্ঘদিনের চাঁদাবাজি,রাহূ মুক্ত হয় নৌপথ ব্যবহারকারী ব্যবসায়ী ও মাঝি মাল্লারা।

Close