চান্দিনারাজনীতি

চান্দিনা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে স্থানীয় ভাবে ঘোষিত ছাত্রলীগ সভাপতি সুমন কে চায় সংগঠনের নেতাকর্মীরা

আসছে মার্চেই অনুষ্ঠিত হতে পারে উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন কমিশনের এমন পূর্বাভাসে ভোটের রণাঙ্গনে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন অনেকেই। কুমিল্লার অন্যতম একটি উপজেলা চান্দিনা। প্রগতিশীল, মেধাবী, পরিশ্রমী এবং মুজিব আদর্শে উজ্জীবিত উদ্যমী এক তরুণ ছাত্রনেতা নজরুল ইসলাম সুমন। চান্দিনা উপজেলা ছাত্রলীগের স্থানীয় ভাবে ঘোষিত   সভাপতি সময়ের সৎ সাহসী ও ত্যাগী মনোভাব নিয়ে এগিয়ে চলা এ ছাত্রনেতাকে ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চাইছেন উপজেলা ছাত্রলীগ সহ আওয়ামী অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মীরাই। নিজে থেকে খুব বেশি আগ্রহী না হলেও, দলের জন্য দিনরাত নিরলস শ্রম দিয়ে চলা উপজেলা স্থানীয় ভাবে ঘোষিত    ছাত্রলীগ সভাপতি পরিচ্ছন্ন রাজনীতির অংশীদার সুমন সংগঠন এবং দলের সিনিয়র নেতাদের সকলের কাছেই প্রিয় মুখ। উপজেলার সাধারণ জনগন, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনে নেতাকর্মীদের প্রেরণা এবং ভালোবাসায় আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ গ্রহণের জন্য প্রস্তুত করছেন নিজেকে। নির্বাচনে খরচ করার মত বিস্তর অলস টাকা না থাকলেও দল ও জনগনের ভালোবাসাকে পুজি করেই মানুষের কল্যাণে কাজ করতে চান বলে জানান এ ছাত্রনেতা। কুমিল্লা ৭ আসন থেকে সর্বোচ্চ ৫বার বিজয়ী অধ্যাপক আলি আশরাফ এর বিশ্বস্ত ভ্যান গার্ড নজরুল ইসলাম সুমন বলেন,
” উপজেলা ভাইস চেয়ারম্যান পদে কাজ করার সুযোগ যদিও কম তবুও বরাবরই সম্মান ভালবাসার কাঙ্গাল আমি, আর এ কারনেই নির্বাচনে অংশগ্রহণের ভাবনা । রাজনীতি থেকে চাওয়া পাওয়ার কিছু নেই,

আমার কাছে সম্মানটাই মুখ্য বিষয়। বিগত দিনে দলের প্রতি আমার ভালবাসা, শ্রম, ত্যাগ-তিতিক্ষা স্মরণ করে, দলীয় ফোরামসহ সিনিয়রদের সর্বোচ্চো সহযোগিতা পাবো বলেই আশা করি। উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা পর পুরোপুরি কাজ শুরু করবো ইনশাআল্লাহ। চান্দিনার মানুষের কল্যাণে কাজ করতে শ্রদ্ধেয় নেতা আলী আশরাফ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রযাত্রায় সামিল হতে সকলের দোয়া প্রার্থনা করি। “

Close