চান্দিনা

চান্দিনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা,

চান্দিনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা,

চান্দিনা (কুমিল্লা)প্রতিনিধি।

“নিয়ম মেনে অবকাঠামো গড়ি জীবন ও সস্পদের ঝুকি হ্রাস করি”এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চান্দিনা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ১৩ অক্টোবর রবিবার সকালে কুমিল্লার চান্দিনা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস – ২০১৯ইং উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, দুর্যোগ মহড়া,  চিত্রাংকন প্রতিযোগিতা ও শিশুদের মাঝে পুরস্কার বিতরন অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ সভাপতিত্বে প্রধান অতিথি বক্তৃতা করেন সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পকির্ত সংসদীয় কমিটির সভাপতি,  সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সী,  চান্দিনা পৌর সভার মেয়র মো. মফিজুল ইসলাম।

 

আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাজহারুল ইসলাম।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা. আফরিণা আক্তার,উপজেলা প্রকৌশলী মোল্লা মো. আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছিমা আক্তার, বাড়েরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. খোরশেদ আলম, চান্দিনা থানার এস.আই মো. সেকান্দর মোল্লা,  উপজেলা আওয়ামীলীগ নেতা অধ্যাপক হেদায়েত উল্লাহ, চান্দিনা পৌর সভা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক এনায়েত উল্লাহ ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. মোরছালিন ইসলাম, উপজেলা ইসলামিক ফাউন্ডেশন (এমসি), উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মো.এরশাদুল হক ভূঁইয়া, দৈনিক ভোরের কাগজ, দৈনিক রূপসী বাংলা সাংবাদিক রিপন আহমেদ ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারি সুভাষ চন্দ্র সরকার,  কার্য সহকারি লিটন কুমার রায়, সুমন চক্রবর্তী।

 

অনুষ্ঠানের পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে থেকে একটি র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলায় এসে শেষ হয়।

Close