চান্দিনা

চান্দিনায় লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা মানছে না মানুষ!

চান্দিনায় লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা মানছে না মানুষ!

কুমিল্লার চান্দিনায় চলমান কঠোর লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা মানছে নারাজ সাধারণ মানুষ। ১ জুলাই থেকে শুরু হওয়া কঠোর লকডাউন বাস্তবায়নে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং পুলিশে কঠোর অবস্থানের পরেও অকারণে ঘরের বাইরে বের হচ্ছে মানুষ। উপজেলা সদর, মাধাইয়া, মহিচাইল, নবাবপুরসহ বিভিন্ন হাট-বাজারে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার চেষ্টা করছে অনেক ব্যবসায়ীরা। এছাড়া মাস্ক ব্যবহারেও মানুষের মাঝে অনিহা দেখা গেছে।

এদিকে এ উপজেলায় প্রতিদিনই করোনা (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জানান, গত শনি ও রোববার এ উপজেলায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১২ জন। এনিয়ে চান্দিনা উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫শত ৪৪ জন। এদের মধ্যে ৩৩ জন রোগী মৃত্যু বরণ করেন।
সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে চান্দিনা পৌর এলাকাবাসী। শুধুমাত্র পৌর এলাকাতেই আক্রান্ত রোগী ৩শত ২৪ জন। গত এক সপ্তাহে এ উপাজেলায় ৩৮ জন নতুন রোগী শনাক্ত হয়। বর্তমানে এ উপজেলায় চিকিৎসাধীন ৬১ জন আক্রান্ত রোগী রয়েছে। এর মধ্যে পৌর এলাকাতেই ২৭ জন রোগী রয়েছে।

Close