জেলার খবর

অবৈধ স্থাপনা অপসারণে মেয়র মোস্তফাকে ৫দিনের আলটিমেটাম সওজের

ছাগলনাইয়া অবৈধ স্থাপনা অপসারণে মেয়র  মোস্তফাকে ৫দিনের আলটিমেটাম সওজের

 

ছাগলনাইয়া প্রতিনিধি :

ছাগলনাইয়া জিরো পয়েন্টে সড়ক ও জনপথ বিভাগের মালিকানাভূক্ত ভূমিতে নির্মিত সকল অবৈধ স্থাপনা অপসারণ করতে ৫দিনের সময় বেধে দিয়েছেন ফেনীর সওজ এর উপ-বিভাগ-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী (আঃদাঃ) মাকসুদুর রহমান। ২৭ সেপ্টেম্বর রবিবার সকালে  পৌর মেয়র এম. মোস্তফা বরাবরে পাঠানো একটি নোটিশের মাধ্যমে এই ৫দিন সময় বেঁধে দেওয়া হয়।

 

উক্ত নোটিশে আরো উল্লেখ্য করেন যে, ইতিপূর্বে সওজ প্রতিনিধি সরজমিনে ছাগলনাইয়াতে উপস্থিত হয়ে অবৈধ স্থাপনা অপসারনের জন্য মৌখিকভাবে বলা হলেও এই অবৈধ স্থাপনাগুলো অপসারণ না করায় সওজ কর্তৃপক্ষ জনগনের নিরাপত্তা ও চলাচলের সুরক্ষা সওজ বিধিমালা ২০০১ এর বিধি ৮ (ক), (খ) ও (গ) অনুযায়ী দন্ডনীয় অপরাধ মনে করেন। তাই সওজ কর্তৃপক্ষ উক্ত নোটিশের অনুলিপি ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জকে প্রেরণ করেন।

 

উল্লেখ্য যে, ছাগলনাইয়া পৌরসভার উদ্যোগে বাজারে জিরো পয়েন্টের পাশে পানি নিষ্কাশনের জন্য নির্মিত ড্রেনটির উপর প্রায় ৫৪ টি দোকান ঘর রয়েছে। যাহা পৌরসভার ম্যামোর মাধ্যমে ৪৫০/- টাকা করে মাসিক ভাড়া আদায় করেন। নাম প্রকাশে অনিচ্ছুক দোকানদারগণ জানান, উক্ত দোকান পাইতে আমরা ২ থেকে ৩ লক্ষ টাকা করে দিয়েছি। এ বিষয়ে পৌর মেয়র এম. মোস্তফার নিকট জানতে চাইলে, তিনি কোন মন্তব্য করতে রাজী হন নি।

Close